Wednesday, March 12, 2014

মঙ্গলে প্রথম বাংলাদেশি লুলু ফেরদৌস



মঙ্গল গ্রহের প্রথম বাংলাদেশি বাসিন্দা হতে যাচ্ছেন লুলু ফেরদৌস তিনি বর্তমানে নাসাতে সহযোগী গবেষক হিসেবে কর্মরত বাংলাদেশি নারী একটি ডাচ অলাভজনক প্রতিষ্ঠান সাত মাস আগে ঘোষণা দেয়, ২০২৫ সালে মঙ্গল গ্রহে স্থায়ীভাবে মানুষের বসবাস শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে যারা স্বেচ্ছায় মঙ্গলে বসতি গড়তে চান, তাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি আবেদনপত্র আহ্বান করে আবেদনকারীদের একজন লুলু ফেরদৌস লুলু জানান, লাখের বেশি আবেদনপত্র জমা পড়ে প্রোগ্রামে পুরো প্রোগ্রামে মাত্র চারজন মহাকাশচারীকেই সুযোগ দেওয়া হবে আমি ওই চারজনের একজন হতে যাচ্ছি তবে, ইতিপূর্বে মানুষের মঙ্গলগ্রহ অভিযান জীবনের জন্য হুমকিস্বরূপ হওয়ায় একটি মুসলিম প্রতিষ্ঠান কাজ থেকে বিরত থাকার জন্যফতোয়াজারি করেছে। মুসলিমদের উদ্দেশে জারিকৃত ফতোয়াটিতে বলা হয়েছে অভিযানজীবনের জন্য সত্যিকার হুমকি দুবাইভিত্তিক একটি সংবাদ সংস্থার বরাতে খবর জানা গেছে। ফতোয়াটি দিয়েছে ইউনাইটেড আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানজেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডওমেন্ট (জিএআইএই) তারা বলছে, মঙ্গল গ্রহে ধরনের ঝুঁকিপূর্ণ অভিযানের অর্থ কোনো উপযুক্ত কারণ ছাড়াই প্রায় মৃত্যুমুখে পতিত হওয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা ধরনের অভিযানে যাবে তাদের আত্মহত্যার মতো ঘটনায় যেমন শাস্তি হয়, তেমন শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
ৎসঃ বেঙ্গলি টাইমস/০৯মার্চ ২০১৪

বিঃদ্রঃ এই ব্লগ এর সব পোস্ট পেতে ফেসবুকে আমাদের সাথে জয়েন করুন। জয়েন করতে নিচের লিঙ্কে যানঃ

বেঙ্গলি টাইমস/০৯মার্চ ২০১৪/০২:০৩এএম/টরন্টো/কানাডা
বেঙ্গলি টাইমস/০৯মার্চ ২০১৪/০২:০৩এএম/টরন্টো/কানাডা

No comments: