![]() |
| নীলগিরি পাহাড় |
দেখিতে গিয়াছি
পর্বতমালা
দেখিতে গিয়াছি
সিন্ধু
দেখা হয় নাই
চক্ষু মেলিয়া
ঘর হতে দুই
পা ফেলিয়া
একটি ধানের
শীষের উপরে
একটি শিশির
বিন্দু।
কবি রবীন্দ্রনাথ
ঠাকুরের মত আপনারও যেন ঠিক এমনটিই মনে হবে, বান্দবানের নীলগিরিতে গিয়ে।মেঘ, পাহাড়,
আর আকাশ, এই নিয়ে নীলগিরি।বান্দরবান থেকে মাত্র চার ঘন্টার পথ। বাংলাদেশ ও
মিয়ানমার সীমান্তের খুব কাছেই জায়গাটি।নীলগিরি যাবার পথে পড়বে পাহাড়ি ঝরনা,
চিম্বুক পাহাড়, গাইড ট্যুরসের রেস্টুরেন্টসহ নাম না জানা অনেক অপূর্ব জায়গা।আর
দূরের কেওক্রাডাং ও মিয়ানমারের পুরো পথের সংগী হয়ে থাকবে যা পাহাড় প্রেমীদের কাছে
স্বর্গের মতোই।
নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান
জেলায়
নীলগিরি পাহাড়চূড়ায় অবস্থিত
একটি
জনপ্রিয়
পর্যটন
কেন্দ্র।
সমুদ্রপৃষ্ঠ
থেকে
অতি
উচ্চে
অবস্থানের
কারণে
এই
স্থানটি
সর্বদা
মেঘমণ্ডিত
আর
এটাই
এই
পর্যটন
কেন্দ্রের
বিশেষ
আকর্ষণ।
একবিংশ
শতাব্দীর
শুরু
থেকে
নীলগিরি
ধীরে
ধীরে
দেশব্যাপী
মানুষের
কাছে
পর্যটন
কেন্দ্র
হিসাবে
পরিচিত
লাভ
করতে
শুরু
করে।
নীলগিরি
পর্যটন
কেন্দ্রে
অবস্থান
এবং
রাত্রিযাপনের
অভিজ্ঞতা
রোমাঞ্চকর
এবং
অবিস্মরণীয়
বলে
বর্ণনা
করা
হয়েছে। এই পুরো পর্যটন
কেন্দ্রটিই
প্রতিষ্ঠা
করেছিল
বাংলাদেশ
সেনাবাহিনী এবং
তারাই
এর
পরিচালনা
করে
থাকেন।
কীভাবে যাবেন?
এই পর্যটন কেন্দ্রটি
বান্দরবান
জেলা
সদর
ধেকে
৫০
কিলোমিটার
দূরে
কাফ্রুপাড়াসংলগ্ন
পাহাড়চূঁড়ায়
অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে
নীলগিরির
অবস্থান
২২০০
ফুট
ওপরে,
যা
বাংলাদেশের
সর্বোচ্চ
পর্যটন
কেন্দ্র।
পর্যটকের
হাতের
মুঠোর
ফাঁক
দিয়ে
ঘুরে
বেড়ায়
মেঘদল।
এখানে
যেতে
হলে
পাহাড়ের
গা
ঘেঁষে
উঠতে
হয়।
আর
এর
জন্য
রয়েছে
পুরোনো
জীপজাতীয়
গাড়ী
যা
চান্দের গাড়ি নামে পরিচিত। বান্দরবানের
আলীকদম
থেকে
থানচীগামী
রাস্তা
ধরে
এক
ঘণ্টার
মধ্যে
নীলগিরি
পৌঁছানো
সম্ভব।
১) দুই রুটে নীলগিরি যাওয়া যায়।ঢাকা থেকে চট্রগ্রাম বাসে বা
ট্রেনে গিয়ে, সেখান থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন নীলগিরি।
২)ঢাকা থেকে বান্দরবান সরাসরি বাসে গিয়ে ওখান থেকে লোকাল ট্রান্সপোর্টেও যেতে
পারেন। তবে এতে সময়টা একটু বেশি লাগবে এবং কয়েকবার গাড়ি পরির্বতন করা লাগবে।
বিঃদ্রঃ যদিও সব ঋতুতেই নীলগিরি তার নিজস্ব সৌন্দর্যে আবির্ভূত হয়, তবে সেপ্টেম্বর-অক্টোবর
মাস নীলগিরি যাওয়ার সুন্দর সময়।
উৎসঃ wikipedia & blog.
উৎসঃ wikipedia & blog.
বিঃদ্রঃ এই ব্লগ এর সব পোস্ট পেতে ফেসবুকে আমাদের সাথে জয়েন করুন। জয়েন করতে নিচের লিঙ্কে যানঃ

