Sunday, March 16, 2014

দেশব্যাপী বিদেশে উচ্চশিক্ষা তথ্য সেমিনার সিলেট থেকে শুরু

বাংলাদেশী-আমেরিকান প্রফেশনাল এন্ড অ্যাকাডেমিক নেটওয়ার্ক বা ব্যাপন (BAPAN) এর উদ্যোগে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য উন্মুক্ত সেমিনার সিলেট থেকে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট পর্যায়ে ভর্তির অংশ হিসাবে দরকারী স্ট্যান্ডারডাইজড পরীক্ষা যেমন জিআরই, জিম্যাট, টোফেল এবং আয়েল্টস নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাইফুল রনি এবং খালিদ রাশিদ। এ ছাড়া বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া এবং ভর্তির সিদ্ধান্তের পর করণীয় বিষয়াদি নিয়েও বিস্তারিত আলোচনা করেন বক্তারা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সংগঠন মৃত্তিকার পক্ষে আফরিন আদিবা এবং শাবিপ্রবির ক্যারিয়ার ক্লাবের পক্ষে সহযোগী অধ্যাপক জনাব মাসুদ আলম আয়োজক হিসাবে সেমিনারে স্বাগত বক্তব্য দেন। অংশগ্রহণকারীদের মধ্যে রেজিস্ট্রিকৃতদের মাঝে ব্যাপনের প্রকাশিত বই “আমেরিকায় স্কলারশিপে পড়ালেখা ও ক্যারিয়ার” বইটি বিতরণ করা হয়। উল্লেখ্য ব্যাপনের এই সেমিনার চলবে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে।
তথ্যসূ্ত্রঃ প্রিয়.কম।