- চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে এর ওজনের ১/৬ ভাগ।
-
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুত খরচ একই হয়।
- কলেরা জীবাণু আবিষ্কার করেন- রবার্ট কচ
- প্রাণীজগৎ এর উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যা- ইভোলিউশন
- মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত কোনটিতে? -ব্যাকটেরিয়া
- জেনেটিক ইনফরমেশন এর মূল একক- অনুলিপন
- মাইটোকন্ডিয়ার কত ভাগ প্রোটিন? -73%
- ফকল্যান্ড যুদ্ধে পরাজিত হয়ঃ -আর্জেন্টিনা
- লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়? -কান্ড
- কোন উদ্ভিদে অণুবীজের মাধ্যমে প্রজনন হয়? -ফার্ণ
- সূর্যের প্রখর তাপেও গরম হয়না কোনটি? -পাতা
- সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি হয়ঃ -লাল আলোতে
- কোন মাটির পানি ধারণ ক্ষমতা কম?- বেলে মাটি
- নিচের কোনটি উর্ধ্বপাতিত হয় না? -বেনজিন
- কোনটি মৌলিক পদার্থ নয়? -ইস্পাত
- হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই? -নিউট্রন
- বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছেঃ -স্ট্র্যাটোমন্ডল
- বাতাসে মিথেনের পরিমাণঃ - 0.00002%
- ধানের পরাগায়ন হয় কিসের মাধ্যমে? -বাতাস
- কোন ধাতুর উপড় আঘাত করলে শব্দ হয়না? -এন্টিমনি
- গ্যালভানাইজিং কাজে ব্যবহৃত হয় কোন ধাতু? -জিংক
- জোয়ার ভাটার প্রধান কারণঃ - চাঁদের আকর্ষণ
- কোথায় সাঁতার কাটা সহজ? -সাগরে
- আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞানকে কি বলে? -মেটিওরোলজি
- টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রভাহিত হয়ঃ -বিদ্যুৎ শক্তি
- দেহের রেচনতন্ত্রে সহায়তা করে কোনটি? -বৃক্ক
- "সবুজ গ্রহ" বলা হয়ঃ ইউরেনাস-কে।
- সৌরজগত এর দ্রুততম গ্রহঃ বুধ
- "গ্রহ রাজ" বলা হয়ঃ বৃহষ্পতি-কে।
- যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশিঃ শনি (৫৩ টি)
- শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতুঃ হেল-বপ
- "পৃথিবীর জমজ" নামে পরিচিতঃ শুত্র
- পৃথিবীর নিকটতম গ্রহঃ শুক্র
- সূর্যের তৃতীয় নিকটতম গ্রহঃ পৃথিবী
- বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নামঃ রাজ কাঁকড়া।
- সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস
- একজন পূর্ণ বয়ষ্ক মানুষের দেহে রক্ত থাকেঃ ৫-৬ লিটার
- চোখে মেলে ঘুমায়ঃ মাছ
- সবচেয়ে বড় কোষঃ উটপাখির ডিম
- কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্যঃ লৌহ।
- DVD পূর্ণরূপঃ Digital Video Disk
- বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেনঃ বিল মোগরিজ
- কম্পিউটার আবিষ্কার করেনঃ হাওয়ার্ড আইকিন
- বিশ্বের প্রথম অ্যাপেল কম্পিউটারের নকশা করেনঃ স্টিভ ওজানিয়াক
- সর্ব প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্রঃ মার্ক-১
- কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়ঃ ন্যানো সেকেন্ডে
- প্রথম কম্পিউটার নেটওয়ার্ক এর নামঃ আরপানেট
- WWW পূর্ণরূপঃ World Wide Web
- সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসর এর নামঃ ইনটেল 4004
- পেঁচা দিনে দেখতে পারে না, কারণঃ পেঁচার চোখে রডস এর সংখ্যা কম, কোনস এর সংখ্যা বেশি।
- প্রথম রকেট আবিষ্কার করেন কে? উঃ ড. রবার্ট হ্যাবিং গভার্ড (1926)
- পৃথিবী থেকে মহাকাশে যাত্রা করা প্রথম উপগ্রহঃ স্পুটনিক-1 (1957)
- বিশ্বের প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগরিন (রাশিয়া)
- প্রথম মানুষ্যবাহী মহাকাশ যানঃ ভেক্টর-1 (1961)
- মহাশুন্যে উৎক্ষেপিত প্রথম যোগাযোগ উপগ্রহঃ টেলস্টায় (1962)
- প্রথম মহাকাশচারী মহিলা ভ্যালেন্তিনা তেরেসকোভা ভোস্টক-6 এ গমন করেন (1963)
- TNT একটি শক্তিশালী- -বিষ্ফোরক
- মাস্টার্ড গ্যাস একটি বিষাক্ত গ্যাস যেটি ব্যবহৃত হয়েছিল- প্রথম বিশ্বযুদ্ধে
- ডিমে কোন ভিটামিন নেই? উঃ ভিটামিন সি
- দেশে কোন অঞ্চলে বেশি রেশম উৎপন্ন হয়? উঃ রাজশাহী
- কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা হয়? উঃ ভিটামিন B12
- ছাগলের ঘোরা রোগের কারণঃ - ফিতা কৃমি
- ওজোনের রঙ- গাঢ় নীল
- ফটোগ্রাফিক কাগজের উপড় আলো পড়লে শক্তির কিরূপ রুপান্তর হয়?
- আলোক শক্তি রাসায়নিক শক্তিতে
- সবচেয়ে বেশি elastic কোনটি? -ইস্পাত
- কচু শাকে কোন উপাদান বেশী থাকে?- লৌহ
- কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? উঃ রাবার
- কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস? উঃ সূর্যে রশ্মি
- ইন্টারনেট চালু হয়ঃ 1969 সালে
- MKS পদ্ধতিতে ভরের এককঃ কেজি
- কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? উঃ ইস্পাত
- আলটিমিটার কি? উঃ উচ্চতা পরিমাপক যন্ত্র
- কোনটি মৌলিক পদার্থ?- লোহা
- কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল? উঃ পারদ
- স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান কি? উঃ ক্রোমিয়াম
- সর্বাপেক্ষা হালকা গ্যাসঃ হাইড্রোজেন
- লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়ঃ দস্তা
- সংকত ধাতু পিতলের উপাদানঃ তামা ও দস্তা
- কোনটি সিমেন্ট তৈরীর অন্যতম কাঁচামাল? উঃ জিপসাম
- মহাজাগতিক রশ্মির আবিষ্কারকঃ হেস
- ইউরি গ্যাগরিন মহাশূন্যে যানঃ 1961 সালে
- গ্রিনিচ মান মন্দির অবস্থিতঃ যুক্তরাজ্যে
- বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত্? যুক্তরাষ্ট্রে।
- লেজার রশ্মি যে আবিষ্কার করেন – মাইম্যান ১৯৬০ সালে।
- বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি? -বিডিনিউজ২৪.কম।
- বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? -পিপীলিকা (Pipilika)।
- ব্রোমোফেনল নির্দেশক অম্লীয় বর্ণঃ - হলুদ
- বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রানীঃ তেলাপোকা
- রক্ত কণিকা কত প্রকার? -3
- বিশ্ব নিরাপদ ইন্টারনেট দিবস কবে? উঃ 10 ফেব্রুয়ারি।
- কোন উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে? –শিম
- কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন হয়? –সোডিয়াম
- কুপি থেকে সলিতায় তেল আসে -- কৈশিক চাপের জন্য
- ধানের পরাগায়ন হয় কিসের মাধ্যমে? -বাতাস
- কোন ধাতুর উপড় আঘাত করলে শব্দ হয়না? -এন্টিমনি
- গ্যালভানাইজিং কাজে ব্যবহৃত হয় কোন ধাতু? -জিংক
- জোয়ার ভাটার প্রধান কারণঃ -চাঁদের আকর্ষণ
- কোথায় সাঁতার কাটা সহজ? –সাগরে
- পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ : সামুদ্রিক শৈবাল
- মানুষের দর্শনাভূতির স্তায়িত্ব কাল : ০.১ সেকেন্ড
- লেবুতে যে এসিড পাওয়া যায় : সাইট্রিক এসিড
- আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী মাসল অবস্থিত আমাদের জিভ এ।
- নাড়ী স্পন্দন অনুভূত হয় –ধমনীতে
- মৃদু আলোতে ভালো কাজ করে চোখেরঃ -রডস কোষ
- এক অশ্ব শক্তি (H.P) নিচের কোনটির প্রায় সমতুল্য? - 0.746 KW
- ফটো ইলেকট্রিক কোষের উপড় আলো পড়লে কি উৎপন্ন হয়? -বিদ্যুৎ
- একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল হবে- অসীম
- অভিকর্ষ হলো বস্তুর উপড় -কেন্দ্রমুখী বল
বিঃদ্রঃ
এই ব্লগ এর সব পোস্ট
পেতে ফেসবুকে আমাদের
সাথে জয়েন করুন।
জয়েন করতে নিচের
লিঙ্কে যানঃ