Friday, April 18, 2014

বিসিএস বাংলাদেশ বিষয়াবলী (মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন)

. বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৯৭১ সালে।
. ভাষা আন্দোলন হয় কত সালে?
উত্তরঃ ১৯৫২ সালে।
. দফা আন্দোলন হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৬ সালে।
. ১৯৭০ সালের নির্বাচনে কোন দল বিজয়ী হয়?
উত্তরঃ আওয়ামী লীগ (প্রতীক নৌকা)
. ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তানি বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়?
উত্তরঃ ২৫ মার্চ রাতে।
. অপারেশন সার্চলাইট কী?
উত্তরঃ পাকিস্তানি বাহিনীর চালানো ২৫শে মার্চ গণহত্যা।
. স্বাধীনতার ঘোষক কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পক্ষে মেজর জিয়াউর রহমান।
. স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৭১ সালের ২৬শে মার্চ।
. পাকিস্তান রাষ্ট্রের জনম হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।
১০. বাংলাদেশ পাকিস্তানের শাসনে ছিল কত বছর?
উত্তরঃ ২৩ বছর।
১১. মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১২. পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে?
উত্তরঃ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর।
১৩. পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে?
উত্তরঃ রেসকোর্স ময়দানে।
১৪. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান।
১৫. মুজিবনগর সরকার গঠন করা হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
১৬. মুজিবনগর সরকার শপথগ্রহণ করে কত তারিখে?
উত্তরঃ ১৯৭১ সালের ১৭ই এপ্রিল।
১৭. মুজিবনগর সরকারের আরেক নাম কী?
উত্তরঃ অস্থায়ী বা প্রবাসী সরকার।
১৮. মুজিবনগরের পূর্বনাম কী?
উত্তরঃ বৈদ্যনাথ তলা।
১৯. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুর জেলা।
২০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২১. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কী?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম।
২২. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ তাজউদ্দিন আহমদ।
২৩. মুক্তিবাহিনী গঠন করা হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৭১ সালের ১১ই জুলাই।
২৪. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কী?
উত্তরঃ মুহাম্মদ আতাউল গনি ওসমানী
২৫. মুক্তিবাহিনীর উপ-প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ লে. কর্নেল, এমএ. রব।
২৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টর ছিল?
উত্তরঃ ১১টি।
২৭. ঢাকা কত নং সেক্টর-এর অধীনে ছিল?
উত্তরঃ ২নং।
২৮. চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ ১নং।
২৯. নৌ-কমান্ড কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ ১০ নং।
৩০. সিলেট কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর ৫নং।
৩১. রংপুর কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তরঃ ৬নং।
৩২. ৭নং সেক্টরের অধীনে।
উত্তরঃ রাজশাহী, পাবনা বগুড়া জেলা।
৩৩. ১১ নং সেক্টরের অধীনে ছিল।
উত্তরঃ টাঙ্গাইল ময়মনসিংহ জেলা।
৩৪. জেড ফোর্স-এর অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ মেজর জিয়াউর রহমান
৩৫. এস ফোর্স-এর অধিনায়ক ছিলেন কে?
উত্তর মেজর কে, এম, শফিউল্লাহ্
৩৬. কে ফোর্স-এর অধিনায়ক ছিলেন কে?
উত্তরঃ মেজর খালেদ মোশাররফ।
৩৭. মুক্তিফৌজ কী?
উত্তরঃ বাঙালি সামরিক অফিসার সৈন্যদের নিয়ে গঠিত বাহিনীকে মুক্তিফৌজ বলা হয়।
৩৮. কাদেরিয়া বাহিনী গঠন করেন কে?
উত্তর বঙ্গবীর কাদের সিদ্দিকী।
৩৯. মায়া বাহিনী গঠন করেন কে?
উত্তরঃ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
৪০. মুক্তিযোদ্ধাদের সবচেয়ে প্রিয় শ্লোগান কী ছিল?
উত্তরঃ জয় বাংলা।
৪১. মুক্তিযুদ্ধের সময় ভারতে কত মানুষ আশ্রয় নেয়?
উত্তরঃ প্রায় এক কোটি।
৪২. পাকিস্তানি বাহিনীর কয়েকটি সহযোগী সংগঠনের নাম লেখ?
উত্তরঃ শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস।
৪৩. শহীদ বুদ্ধিজীবি দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তরঃ ১৪ই ডিসেম্বর।
৪৪. ১৯৭১ সালে শহীদ হওয়া কয়েকজন বুদ্ধিজীবির নাম লেখ?
উত্তরঃ অধ্যাপক গোবিচন্দচন্দ্র দেব, অধ্যাপক মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভিন, ডা. ফজলে রাববী।
৪৫. মিত্র বাহিনী কারা?
উত্তরঃ যুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে মিত্রবাহিনী বলে।
৪৬. যৌথ বাহিনী গঠন করা হয় কত তারিখে?
উত্তরঃ ১৯৭১ সালের ২১শে নভেম্বর।
৪৭. ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করে?
উত্তরঃ জেনারেল নিয়াজী।
৪৮. ১৬ই ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করে?
উত্তরঃ যৌথ বাহিনীর প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
৪৯. বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তরঃ ১৬ই ডিসেম্বর।
৫০. মুক্তিযুদ্ধ হয়েছিল কত মাস?
উত্তরঃ নয় মাস।
৫১. মুক্তিযুদ্ধে কত মানুষ প্রাণ হারায়?
উত্তরঃ ৩০ লক্ষ।
৫২. মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কারের নাম কী?
উত্তরঃ বীরশ্রেষ্ঠ।
৫৩. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়?
উত্তরঃ ৭জনকে।
৫৪. দ্বিতীয় বীরত্বসূচক পুরস্কারের নাম কী?
উত্তরঃ বীর উত্তম।
৫৫. তৃতীয় বীরত্বসূচক পুরস্কারের নাম কী?
উত্তরঃ বীর-বিক্রম।
৫৬. চতুর্থ বীরত্বসূচক পুরস্কারের নাম কী?
উত্তরঃ বীর-প্রতীক।
বিঃদ্রঃ এই ব্লগ এর সব পোস্ট পেতে ফেসবুকে আমাদের সাথে জয়েন করুন। জয়েন করতেনিচের  লিঙ্কে যানঃ
·                   https://www.facebook.com/groups/1492148344346593/