Thursday, April 3, 2014

সাক্ষাত্কার ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সাক্ষাত্কার ছাড়াই নন-ইমিগ্রান্ট ভিসা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। তবে প্রথমবার আবেদনের ক্ষেত্রে এ সুযোগ্য প্রযোজ্য হবে না। ২০০৮ সালের ১ জানুয়ারি থেকে একবারের জন্য হলেও যারা নন-ইমিগ্রান্ট ভিসা নিয়েছিলেন শুধু তারাই এ সুযোগ পাবেন।

নন-ইমিগ্রান্ট ভিসার জন্য এই কর্মসূচি এরই মধ্যে চালু হয়েছে। গতকাল বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিততে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়,  সর্বশেষ ভিসার পর যদি কেউ ভিসা প্রত্যাখ্যাত (রিফিউজ) হয়ে থাকেন তবে তারা এ কর্মসূচির আওতায় পড়বেন না। তারাই যোগ্য আবেদনকারী, যারা ভিসা নবায়নের আবেদন করছেন, বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশের অধিবাসী ও বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন এবং যারা একই ধরনের ভিসা নবায়নের আবেদন করছেন। এছাড়া আবেদনকারীরা যুক্তরাষ্ট্রের অভিবাসী/নীতিমালা ভঙ্গ করলেও এ কর্মসূচির আওতায় পড়বেন না।

দূতাবাসের মতে, আগের ভিসা ইস্যুর পর আবেদনকারীর নাম, জন্ম তারিখ, জন্মস্থান ও জাতীয়তা পরিবর্তন হলেও তারা এ সুযোগ পাবেন না। এছাড়া আগের ভিসাসহ পাসপোর্ট যদি কেউ হারিয়ে ফেলেন তবে তিনিও সাক্ষাত্কার ছাড়ের কর্মসূচিতে পড়বেন না।


উৎসঃ সংবাদ২৪.নেট, ৩ এপ্রিল ২০১৪