Tuesday, April 15, 2014

বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা নববর্ষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য


  1. পহেলা বৈশাখ পালিত হয়- ইংরেজি ১৪ই এপ্রিল তারিখে
  2. ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ পালনের সিদ্ধান্ত কার্যকর হয়- ১৯৯৫ সাল থেকে
  3. বাংলা সনের প্রবর্তক- মুঘল সম্রাট আকবর, ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ।
  4. বাংলা সনের মূল ভিত্তি- হিজরি সন।
  5. বাংলা সন প্রথমে পরিচিত ছিল- ফসলি সন হিসাবে।
  6. আকবরের রাজত্বের ঊনিশতম বর্ষে বঙ্গাব্দ প্রবর্তিত হয়।
  7. বঙ্গাব্দের দিন শুরু হয় সূর্যোদয় থেকে।
  8. বঙ্গাব্দ গণনা করা হয়-  নভেম্বর ১৫৪৬ সাল থেকে
  9. খ্রিস্টীয় সাল হতে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সন পাওয়া যায়।   
  10. নববর্ষ বরণ উৎসব শুরু করে- ছায়ানট ১৩৭২ বঙ্গাব্দে,১৯৬৫ সাল
  11. বাংলা নববর্ষ  চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় উপজাতীয়দের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি?-বৈসাবি।
  12. বাংলা নববর্ষে সরকারি ছুটি ঘোষণা  করা হয়- ১৯৬৪ সাল থেকে
  13. বৈশাখ নামের সাথে জড়িত নক্ষত্রের নাম- বিশাখা।
  14. বাংলাদেশের জাতীয় সন- বাংলা সন।
  15. পাহাড়ীদের সবচেয়ে  বড় উৎসব- বৈসাবি।
  16. বাংলা সাহিত্যে প্রথম ঋতু চেতনা নিয়ে আসেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
  17. বাংলা পঞ্জিকা সংস্কার কমিটি”- আখ্যায়িত করা হয়- শহীদুল্লাহ কমিটি নামে।
  18. বাংলা ক্যালেন্ডারের সংস্কার উদ্যোগ নেয়া হয়- মেঘনাথ সাহার সুপারিশের ভিত্তিতে।
  19. স্বাধীন বাংলাদেশের সরকারি নথিতে বাংলায় নোট লেখা, সই করা এবং তারিখ প্রদানের প্রথা চালু করেন-  তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
  20. সরকারি কাজকর্মে ইংরেজি সালের পাশাপাশি বাংলা সন  তারিখ লেখার জন্য সরকারি নির্দেশ কবে জারি করা  হয়?-  জানুয়ারি ১৯৮৭।
বিঃদ্রঃ এই ব্লগ এর সব পোস্ট পেতে ফেসবুকে আমাদের সাথে জয়েন করুন। জয়েন করতে নিচের লিঙ্কে যানঃ